খেলা-বিনোদন

টুর্নামেন্টসেরার দৌড়ে যারা

স্পোর্টস রিপোর্টারঃ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বিপিএল থেকে খুঁজে নিয়েছেন ইতিবাচকতা। ভালো উইকেট আর রান উৎসবের জন্য টুর্নামেন্টের প্রশংসাও করেছেন। ভালো উইকেটের কারণেই রান উৎসব হয়েছে, এমনকি বোলাররাও পেয়েছেন উইকেট। সব মিলিয়ে ব্যাট-বলে দারুণ ছন্দে থাকায় টুর্নামেন্টসেরার দৌড়ে আছেন বেশ কজন ক্রিকেটার। শুধু দেশি নয়, বিদেশিরাও আছেন এ তালিকায়।

বিপিএলে ব্যাটে-বলে দারুণ সময় কাটিয়েছেন খুশদিল শাহ ও মেহেদি হাসান মিরাজ। রংপুরের টানা জয়ের নায়ক খুশদিল ১০ ম্যাচে ২৯৮ রানের পাশাপাশি শিকার করেছেন ১৭ উইকেট। দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় হওয়া খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজও ছিলেন দারুণ ছন্দে। ১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৫৫ রান ও বল হাতে তার শিকার ১২ উইকেট।

এছাড়া দলের সাফল্যে অবদান রেখে টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে আছেন খুলনা টাইগার্সের নাঈম শেখ ও দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। ব্যাট হাতে ৫১১ রান করেছেন নাঈম আর তাসকিনের শিকার ছিল টুর্নামেন্টে সর্বোচ্চ ২৫ উইকেট। বরিশালের ফাহিম আশরাফ কিংবা রংপুরের আকিফ জাভেদরাও খুব একটা পিছিয়ে নেই। দলের প্রয়োজনে ব্যাট-বলে দুভাবেই দারুণ করেছেন ফাহিম আশরাফ। ব্যাটিংয়ে ফাহিমের কাছ থেকে মাত্র ১০২ রান করলেও সেটা এসেছে দলের প্রয়োজনের সময়। আর বল হাতে ১৮ উইকেট নেন ফাহিম। আকিফ জাভেদ ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে আছেন টুর্নামেন্টসেরার দৌড়ে। এছাড়া তানজিদ হাসান তামিম, আলিস আল ইসলাম ও ইফতিখার আহমেদরাও আছেন এ লড়াইয়ে। শেষ পর্যন্ত কার হাতে ওঠে টুর্নামেন্টসেরার পুরস্কার- সেটাই এখন দেখার অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button