নোমানের স্পিন ভেল্কি ১৬৩ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্কঃ প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ধবল ধোলাইয়ের লজ্জা এড়ানোর জন্য সাদা পোশাকের দ্বিতীয় তথা শেষ ম্যাচে জিততেই হবে ক্যারিবিয়ানদের। এমন সমীকরণে নোমান আলির হ্যাটট্রিকে দ্বিতীয় টেস্টের শুরুটা খুবই বাজে হলো তাদের।
মুলতান ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। দলপতির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ হয় সফরকারী দলের ব্যাটাররা। প্রথম ইনিংসে ১৬৩ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
অতিথিদের সংগ্রহটা হতে পারতো আরও অনেক কম। দলীয় ৫৪ রানে অষ্টম উইকেট হারায় তারা। এরপর বোলারদের কল্যাণে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৫৫ রান করেন গুদাকেশ মোতি। ৩৬ রানে অপরাজিত থাকেন জোমেল ওয়ারিকান। কেমার রোচের ব্যাট থেকে আসে ২৫ রান। টপ ও মিডল অর্ডারদের মধ্যে সর্বোচ্চ ২১ রান করেন কাভেম হজ। হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেন নোমান। সাজিদ খানের শিকার ২ উইকেট।