জাতীয়

কাজে আসছে না আ.লীগের আমলে তৈরি ৮ স্থলবন্দর

জেলা প্রতিনিধি, চট্টগ্রামঃ নৌ পরিবহন উপদেষ্টা ব্রি. জে. (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগের আমলে বানানো আটটি স্থলবন্দর এখন কোনো কাজেই আসছে না। কোন প্রক্রিয়ায় এসব বন্ধ করা যায়, তা নিয়ে ভাবছে সরকার। এছাড়া এখনো চালু না হওয়া রামগড় স্থলবন্দরে বাংলাদেশের লাভ-ক্ষতির পর্যালোচনায় কমিটি করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল, লালদিয়া টার্মিনালসহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগে মুখিয়ে আছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। তবে দেশ ও শ্রমিকদের স্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়া মোংলা বন্দর আধুনিকায়নে কাজের পাশাপাশি টেকনাফে আরেকটি স্থলবন্দর বানানোর উদ্যোগ নেয়া হবে।

জেটিতে আসার আগে নতুন কারসেডে চলমান নিলাম কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানসহ শীর্ষ কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button