রুহেলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

মুক্তমন রিপোর্ট:
নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে বেপরোয়া প্রচারণা চালাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। মাহবুব রহমান রুহেল চট্টগ্রাম-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি শুরু থেকেই জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা লঙ্গন করে আসছেন। ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১০ এর গেইট বা তোরণ নির্মাণ, প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জাকরণ সংক্রান্ত বাধা-নিষেধের (ঙ) চরমভাবে অমান্য করছেন। তিনি আচরণবিধিমালা তোয়াক্কা না করে ১০ ধারায় উল্লেখিত (ঙ) ’নির্বাচনী প্রচারণার জন্য প্রার্থীর ছবি বা প্রার্থীর পক্ষে প্রচারণামূলক কোন বক্তব্য বা কোন শার্ট, জ্যাকেট, ফতুয়া ইত্যাদি ব্যবহার করিতে পারিবেন না।’ ইতিমধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় মুহুরী প্রজেক্ট বাজারে এসব টি-শার্ট পরে নৌকার প্রার্থীর নেতৃত্বে মিছিল দিতে দেখা গেছে। এছাড়া মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়নের সৌজন্যে টি-শার্টগুলো নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমানসহ উন্মোচন করেছেন। ইতিমধ্যে ৬ নং ইছাখালী ইউনিয়নের প্রবাসী আশরাফ আলী খান লিটনের সৌজন্যে, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়নের সৌজন্যে ও মুহুরী প্রজেক্ট এলাকার একাধিক ব্যবসায়ীর সৌজন্যে এসব টি-শার্ট ছাপানো হয়েছে। এসব টি-শার্ট পরিহিতদের কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করবে এবং সুন্দরভাবে ভোটাররা ভোটকেন্দ্রে আসার পথে বাঁধার সম্মুখীন হবে।