ফেনীতে মোবাইল ফোন নেটওয়ার্ক ও বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড
মুক্তমন ডেস্ক : আকস্মিক বন্যায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। টেলিযোগাযোগসহ সব ধরনের যোগাযোগ থমকে যাওয়ায় বন্যাদুর্গত পরিবার ও স্বজনদের খোঁজখবর খবর না পেয়ে উদ্বেগে সময় কাটছে অনেকের।
বন্যায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী জেলা। এই জেলার বাসিন্দাদের স্মৃতিতে এমন বন্যার কোনো অভিজ্ঞতা নেই। তাই, আকস্মিক বন্যায় পূর্ব প্রস্তুতি নেয়ার সুযোগও পাননি অনেকে।
এমন বাস্তবতায় উৎকণ্ঠার মধ্যে থাকা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানাচ্ছেন, ফেনীতে থাকা পরিবারের সঙ্গে দীর্ঘসময় ধরে কোনোরকম যোগাযোগ স্থাপন করতে পারেননি।
বন্যার প্রাদুর্ভাবে মোবাইল নেটওয়ার্ক সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে ফেনী জেলাতেই।
টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের চিফ করপোরেট এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান বিবিসি বাংলাকে বলেন, “জেলাটিতে আমাদের ১১০ টি সাইটের (যেসব স্থানে যন্ত্রপাতি স্থাপিত আছে) মধ্যে একশোটিরই পাওয়ার নেই।”
বিদ্যুৎ না থাকলেও নেটওয়ার্ক সচল রাখতে ১২ ঘণ্টার ব্যাকআপ থাকে বলে জানালেন তিনি।
কিন্তু, দুইদিনের বিদ্যুৎবিহীন পরিস্থিতিতে ব্যাকআপও ফুরিয়ে গেছে।
মি. রহমান বলেন, পোর্টেবল জেনারেটর দিয়ে নেটওয়ার্ক স্থাপনাগুলো সচল করার পরিকল্পনা করছেন তারা।
কিন্তু, “বিদ্যমান পরিস্থিতিতে সেগুলোকে পরিবহন করে নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।”
পানি একটু কমলেই পুরোদমে কাজ শুরু করতে পারবেন তারা।
বন্যাপ্লাবিত অঞ্চলে সেবা অব্যাহত রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর পক্ষ থেকে একটি ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে।
একই সাথে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে বলে জানালেন বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিনুল হক।
ইমার্জেন্সি রেসপন্স টিমের প্রধান, বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেন, কার্যক্রম সচল রাখার ক্ষেত্রে তারা বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন।
বিটিআরসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, চারটি মোবাইল সেবা দাতা প্রতিষ্ঠানের ৬৫৬টি সাইটের মধ্যে ৫৯০টিই অচল হয়ে পড়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের সমস্যার পাশাপাশি কয়েকটি জায়গায় ফাইবার অপটিক কেবল কাটা পড়েছে, অনেকগুলো সাইট পানির নিচে তলিয়ে আছে।
মি. রহমান জানান, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে সমন্বয় করতেও বেগ পেতে হচ্ছে।
তবে, ক্ষতিগ্রস্ত অপটিক্যাল কেবলটি সোনাগাজীর কাছে অবস্থিত এবং এটি লোকাল(স্থানীয়) ফাইবার। ফলে, জাতীয় পর্যায়ে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানালেন বিটিআরসি’র মহাপরিচালক।
এখন পর্যন্ত কোনো টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া যায়নি বলে জানান তিনি।
বাংলালিংকের তৈমুর রহমান জানান, পানি নেমে গেলে কিংবা বিকল্প উপায়ে জ্বালানি পাঠাতে পারলে তিন থেকে চার ঘন্টার মধ্যেই নেটওয়ার্ক স্থাপনাগুলো সচল করতে পারবেন তারা।
কিন্তু, কেবল নেটওয়ার্ক সচল হলেই হবে না, বিদ্যুৎ সরবরাহের আগ পর্যন্ত মোবাইল ফোনের যোগাযোগ স্বাভাবিক হওয়ার সুযোগ নেই।
শুক্রবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যার কারণে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ আছে।
জেলার গ্রাহক সংখ্যা চার লাখ ৪২ হাজার ৪৬ জন। এর মধ্যে মাত্র পাঁচশোটি সংযোগ সচল আছে।
টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হওয়ায় অবকাঠামো সংক্রান্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয়েছে সেখানে।
তবে, আক্রান্ত অন্য জেলাগুলোতে মোট আর্থিক ক্ষতি প্রায় সাত কোটি ৯৬ লাখ টাকা।
বন্যায় প্রায় ১১ লাখ গ্রাহকের সংযোগ বন্ধ বলেও জানিয়েছে সংস্থাটি।-BBC Bangal