দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের লিড
মুক্তমন ডেস্ক : মুশফিকুর রহিমের অসাধারণ সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। রাওয়াপিন্ডিতে চতুর্থ দিনের চা-বিরতির আগেই তা পেরিয়ে যায় বাংলাদেশ।
মুশফিকুর রহিম ১৭৫ ও মেহেদী হাসান মিরাজ ৫২ রানে অপরাজিত আছেন। ৯ মাস পর টেস্ট খেলতে নামা মুশফিক রহিম চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগেই শতরান পূর্ণ করেন। ইনিংস আরও লম্বা করে ছুটছেন ডাবল সেঞ্চুরির পথে।
প্রথম সেশনের বিরতির আগে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তুলেছিল ৩৮৯ রান। চা-বিরতির আগে শান্তবাহিনী তুলেছে ৬ উইকেটে ৫০৩ রান।
পাকিস্তানের বিপক্ষে এটি ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি মুশফিকের। একাদশতম সেঞ্চুরি করে টপকেছেন তামিম ইকবালকে (১০)। মুশির সামনে আছেন কেবল মুমিনুল হক (১২ সেঞ্চুরি)।
পাকিস্তানের জবাবে আগের দিন ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান তুলেছিল বাংলাদেশ। সাদমান-মুমিনুল-মুশফিক-লিটনের ফিফটিতে তৃতীয় দিন নিজেদের করে নেয় বাংলাদেশ। চতুর্থ দিনও দারুণ ব্যাটিং করে যাচ্ছে বাংলাদেশ। ৫৬ রান করে লিটন দাস ফিরলে ভাঙে ষষ্ঠ উইকেটে ১১৪ রানের জুটি। শতরান পেরিয়েছে মুশফিক-মিরাজেরও জুটি।