
মুক্তমন রিপোর্ট : বেতন না দিয়ে সাংবাদিকদের নির্যাতন এবং অফিসে আটকে রাখার অভিযোগে আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (১৯ আগস্ট) রাতে আমার সংবাদ পত্রিকার অফিস থেকে তাকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী।
জানা যায়, আজ কালেরকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান এক সময়ে আমার সংবাদে কাজ করতেন। তিনি তার পুরোনো বেতন চাওয়ার কারনে আজ তার ওপর হামলা চালায় আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা। এসময় নোমানসহ আরো কয়েক জনকে জিম্মি করে রাখা হয়। এমনকি তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখেন প্রতিষ্ঠানের এডমিন আজাদ হোসেন।
এরপর তারা বাইরে অন্যদের কাছে সাহায্য চাইলে তারা সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী এসে সাংবাদিকদের উদ্ধার করেন। আর আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করে নিয়ে যান।
জানা গেছে, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পরিচয়ে সংবাদপত্রের লাইসেন্স নিয়ে বহুদিন ধরেই হাশেম রেজা চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিল। বিভিন্ন সময়ে সাংবাদিকদের নিয়োগ দিয়ে কাজ করালেও বেতনের টাকা দিতে গড়িমশি করতেন। টাকা চাইতে গেলে আটকে রেখে নির্যাতনসহ অস্ত্র ঠেকিয়ে ভয় দেখাতেন।