কানাডার হাইকমিশনার পদে নাহিদা সোবহানের নিয়োগ বাতিলের দাবিতে স্মারকলিপি

প্রবাস ডেস্ক : কানাডা প্রবাসী বাংলাদেশি কমিউনিটি অবিলম্বে কানাডায় বাংলাদেশি হাইকমিশনার পদে রাষ্ট্রদূত নাহিদা সোবহানের নিয়োগ বাতিল চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি ভারপ্রাপ্ত হাইকমিশনারের মাধ্যমে পেশ করেছেন। সোমবার সকালে অটয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার দেওয়ান আইয়ুবের নিকট অটোয়া বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এ দাবি সম্বলিত স্মারক পেশ করেন।
কানাডা প্রবাসীরা বলেন, মিস সোবহান জেনেভায় দায়িত্ব পালনকালে সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সকল গুমখুনের পক্ষে নিকৃষ্ট ভূমিকা পালনের পাশাপাশি কূটনৈতিকভাবে মানবাধিকার লঙ্ঘন, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধীমত দমন-পীড়ন, এবং পুলিশ-র্যাব-বিজিবিসহ রাষ্ট্রীয় নিপীড়ন যন্ত্রের পক্ষে সাফাই গেয়েছেন।
তারা বলেন, বর্তমান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের অত্যন্ত আস্থাভাজন নাহিদা সোবহানের নিয়োগ বাংলাদেশি কমিউনিটির মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। সারা দেশে যখন পতিত স্বৈরাচারের দোসরমুক্ত নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে, সে মুহূর্তে কানাডার মত দেশে এ ধরণের দালালদের পুনর্বাসন বাংলাদেশি কমিউনিটি কোনোভাবেই মেনে নিবেনা।
কমিউনিটির নেতারা বলেন, অবিলম্বে নাহিদা সোবহানের নিয়োগ বাতিল করে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত নিতে হবে। এক্ষেত্রে যে কোন ধরণের কালক্ষেপণ প্রবাসীরা মেনে নিবেনা। তারা জানায়, তাদের এ দাবী মানা না হলে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির দায় বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের উপর বর্তাবে।
বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে মিসবাহুল ইসলাম, মাসউদ আব্দুল্লাহ, লুতফর রহমান, নজরুল ইসলাম, মুসতাসিম বিল্লাহ, মনোয়ার হোসেন, মনজুর মোর্শেদ, এবং নজরুল রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ হাইকমিশনে গিয়ে স্মারকলিপি পেশ করেন।