করপোরেট জগতে শাকিব খান
মুক্তমন রিপোর্ট : সম্প্রতি বাংলাদেশের দুই শীর্ষ তারকা সাকিব আল হাসান ও নায়ক শাকিব খানকে একসাথে দেখা গিয়েছিলো একটি ফেসবুক পোস্টে। একটি করপোরেট অফিসে তোলা ওই ছবির পর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় হয়।
অবশেষে সেই জট খুলছে শনিবার। এদিন রাজধানীর একটি ৫ তারকা হোটেলে নিজের করপোরেট জগতে পা রাখার নতুন খবর জানাবেন শাকিব খান।
সিনেমার বাইরের নতুন এই পরিচয় সম্পর্কে এখনো পুরোপুরি না জানা গেলেও সাকিবের ঘনিষ্ট সূত্র বলছে কসমেটিকস কোন ব্র্যান্ডের কোম্পানির সঙ্গে যুক্ত হতে চলেছেন এই নায়ক।
তবে সে জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে তার ভক্তদের।
এদিকে গেল কয়েকদিন আগে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা তুফান এর ফাস্ট লুক। এছাড়া ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু করছেন শাকিব খান। টানা শুটিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশে এর কাজ শেষ করবেন নায়ক। এরপর বাকি অংশের শুট করতে পাড়ি দেবেন যুক্তরাষ্ট্রে। এর বাইরে কিছুদিন আগে মুম্বাইতে শেষ করেছেন নতুন সিনেমা ‘দরদ’-এর শুটিং। এখানে তার বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।