খেলা-বিনোদন
প্রত্যেক জেলায় ফুটবল লিগ বাধ্যতামূলক

স্পোর্টস ডেস্কঃ বাফুফে জেলা ফুটবল লিগ কমিটির প্রথম সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। এ সভায় প্রতিটি জেলায় বাধ্যতামূলক জেলা ফুটবল লিগ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি জেলায় চ্যাম্পিয়ন দল নিয়ে বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। যেসব জেলায় খেলা পরিচালনায় সমস্যা রয়েছে, সেসব জেলায় এই কমিটি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবে।
প্রাথমিকভাবে মাগুরা, নড়াইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাদারীপুর, ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর, দিনাজপুর ও সুনামগঞ্জ জেলায় লিগ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাফুফে সদস্য মো. ইকবাল হোসেন।