৩১ আগস্ট ঢাকায় বামবার ‘মুক্তি কনসার্ট’
মুক্তমন রিপোর্ট : ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে কনসার্টের আয়োজনের ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনস (বামবা)। বিশেষ এ কনসার্টের নাম ঠিক করা হয়েছে ‘মুক্তি কনসার্ট’।
সোমবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বামবা’র অফিশিয়াল পেজ থেকে কনসার্টের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়, আগামী ৩১ আগস্ট রাজধানী ঢাকায় ‘মুক্তি কনসার্ট’ অনুষ্ঠিত হবে।
তবে কনসার্টের ভেন্যু কিংবা কারা কারা পারফর্ম করবেন, এ নিয়ে কিছু জানানো হয়নি। তবে শীর্ষস্থানীয় ব্যান্ডগুলো পারফর্ম করবে তা জানিয়ে বলা হয়, ‘মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এই আয়োজনের জন্য বামবা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু।’
স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলনে যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করে ‘মুক্তি কনসার্ট’ এর উদ্যোগ বলেও জানানো হয় সেখানে।