জাতীয়
নবজাতকের লাশ মিলল বাজারের ব্যাগে
বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের বোচাগঞ্জে আখক্ষেত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বোচাগঞ্জে উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুলতানপুর রেল লাইনের পাশে আখক্ষেত থেকে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।বোচাগঞ্জ থানার পুলিশ জানায়,দুপুর ২টার দিকে এলাকার মানুষ আখক্ষেতের ভেতরে একটি বাজারের ব্যাগ দেখে চৌকিদারকে জানায়। চৌকিদার স্থানীয় ইউপি সদস্যকে জানায়।তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনা পৌঁছে ব্যাগটিতে তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর নবজাতকের লাশ দেখতে পান। পরে লাশটি থানায় নিয়ে আসা হয়।বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের হয়েছে।নবজাতকটির কোনো পরিচয় জানা যায়নি।