জাতীয়
হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে সময় লাগে ৩ ঘণ্টা
নিজস্ব প্রতিবেদক:রাজধানীর হাজারীবাগের ফিনিক্স লেদারের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৩ ঘণ্টা পর এই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার বিকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসরা রোজিনা আক্তার বলেন, ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের এসেছে। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করেছে।
এদিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে এ আগুন লেগে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে ৩ ঘণ্টা। পানির সঙ্কট, ভেতরের দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও চাপা রাস্তার কারণে এত সময় লেগেছে।
তিনি আরো জানান, কারখানাটিতে প্লাস্টিক, লেদারসহ দাহ্য বস্তু ছিল। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।