জাতীয়

নিউমার্কেট থানা গেইটে আসামি মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ছয়জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর নিউমার্কেট থানা গেইটে গ্রেফতারকৃত আসামি মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বশির ইসলাম (২১), ২। মোঃ হাসান (২১), ৩। মোঃ ইমন (২৫), ৪। মোঃ মাসুম মাহমুদ (৩২), ৫। মোঃ আলামিন (৩০) ও ৬। মোঃ আকবর আলী (২১)।শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) ভোরে নিউমার্কেট থানা গেইট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, রাজধানীর নিউমার্কেটের এ্যালিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় রুজুকৃত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন (৩৫) কে রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। শুক্রবার ভোর ০৪:১০ ঘটিকায় থানা পুলিশের টিম গ্রেফতারকৃত মিথুনসহ নিউমার্কেট থানা গেইটে আসা মাত্রই উল্লিখিত গ্রেফতারকৃতরাসহ এজাহারনামীয় ১৩ জন এবং অজ্ঞাতনামা ৩০/৩৫ জন দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় নিউমার্কেট জোনের সহকারী পুলিশ সুপার তারিক লতিফসহ কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদেরকে পুলিশের আইনানুগ কাজে বাধা না দিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে তারা উত্তেজিত হয়ে পুলিশের উপর অতর্কিতভাবে হামলা করে। তাদের হামলায় পাঁচ জন পুলিশ আহত হন। এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও তাৎক্ষণিক তৎপরতায় হামলাকারীদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় নিউমার্কেট থানায় গ্রেফতারকৃত এবং পলাতকদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button