নির্বাচন ২০২৪

পর্যবেক্ষকদের মিডিয়াতে কথা বলা ও ভিডিও না করার পরামর্শ

মুক্তমন রিপোর্ট : নির্বাচন চলাকালে পর্যবেক্ষকদের গণমাধ্যমের সঙ্গে কথা না বলা এবং ভোটকেন্দ্রের ভেতরে ভিডিও না করার পরামর্শ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচক পর্যবেক্ষকদের এক প্রশিক্ষণ কর্মশালায় এ নির্দেশনা দেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইলেকশন মনিটরিং ফোরাম।

কাজী রিয়াজুল হক বলেন, নির্বাচন পর্যবেক্ষকদের কাজ হচ্ছে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করা। পরে নিজ সংগঠনকে রিপোর্ট করা। গণমাধ্যমে কথা বলা এবং ভিডিও করা নয়। তিনি বলেন, একটি নির্বাচনে অনেক অংশীজন থাকে। এর মধ্যে পর্যবেক্ষকদের গুরুত্ব অনেক বেশি। নির্বাচন যতো ভালো হোক আপনারা সমালোচনা করেই যাবেন। আবার আরেকটি পক্ষ বলবে নির্বাচন ভালো হয়েছে। তবে আপনাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যার জনপ্রিয়তা থাকে জনগণ এমনিতেই তাকে ভোট দেবে।

বাঙালি জাতিকে কীভাবে কলঙ্কিত করা যায় তার প্রতিযোগিতা চলছে জানিয়ে কাজি রিয়াজুল হক বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। নির্বাচনের আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। যথাসময়ে নির্বাচন না হলে দেশে গণতন্ত্র থাকবে না। আমাদের ভাগ্য অন্য কেউ নির্ধারণ করে দেবে না, এটা পরিষ্কার কথা।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ও আপিল বিভাগের সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খেলা চলছে। এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশিরা নির্বাচন বানচালে চক্রান্ত করে যাচ্ছে। তাই নির্বাচন পর্যবেক্ষণ ভালো করে করবেন। আপনাদের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। নিরপেক্ষ রিপোর্ট দেবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button