রাজনীতি

গ্রা‌মকে বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়: মঈন খান

স্টাফ রিপোর্টারঃ বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ডক্টর আব্দুল মঈন খান ব‌লে‌ছেন, বিগত সরকার উন্নয়ন করেছে কিন্তু মানুষের সত্যিকারের উন্নয়ন হয়নি৷ গ্রামীণ মানুষ অবহেলিত ছিল। দে‌শের সাম‌গ্রিক উন্নয়ন কর‌তে হ‌লে সবার আগে গ্রা‌মের উন্নয়‌নে পদক্ষেপ নি‌তে হ‌বে। নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার দুপু‌রে গাজীপুরের কাপা‌সিয়ার উলুসারায় মাস্টার বাড়িতে স্থানীয়‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরণকা‌লে এসব কথা ব‌লেন তিনি।

ড. মঈন খান বলেন, গ্রামকে উন্নয়ন বঞ্চিত করে রাজধানী ঢাকাকে তিলোত্তমা করলে অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ হবে না৷ অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন সাংবা‌দিক সা‌ব্বির আহ‌মেদ। অনুষ্ঠানে রাজনী‌তি‌বিদ‌দের দুর্নী‌তিপরায়ণ মান‌সিকতা পরিহারের আহ্বান জানান ড. মঈন খান।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে গ্রামীণ অবকাঠামোতে জোর দিয়েছিল৷ আমি পরিকল্পনা মন্ত্রী থাকাকালীন গ্রামকে জোর দিয়েছি। গ্রামকে নষ্ট করা যাবে না। তার প্রকৃতিকে ধরে রাখতে হবে৷ একটি গাছ কাটলে ১০টি গাছ রোপণ করতে হবে।

স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে৷ তাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে৷ মানুষ ভুল করে নেতৃত্বের দায়িত্বশীলতার অভাবে। কিছু নেতা লোভ লালসা বিত্তবৈভবের আশায় লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। এসব নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে৷

প‌রে তি‌নি সুবিধাবঞ্চিত স্থানীয়‌দের হা‌তে শীতবস্ত্র তু‌লে দেন। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ও সামাজিক সংগঠনের স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে গাজীপুরের কালিগঞ্জের বরাইয়া পশ্চিমপাড়া গ্রামে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন আব্দুল মঈন খান।

এসময় তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। উপহার হিসেবে আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি। শীতে আপনাদের কাজে লাগবে।

এসময় মসজিদের ইমাম এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button