খেলা-বিনোদন

নতুন সিনেমায় পরীমণি

বিনোদন রিপোর্টারঃ নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই প্রজন্মের সবচেয়ে আলোচিত, জনপ্রিয় ও প্রতিবাদী নায়িকা পরীমণি। অনিক বিশ্বাসের গল্প, চিত্রনাট্যে ‘গল্পওয়ালা’ প্রোডাকশন হাউসের প্রযোজনায় সামছুল হুদা নির্মাণ করতে যাচ্ছেন ‘গোলাপ’ নামের এই সিনেমাটি। এই সিনেমারই ‘রূপা’ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। বিষয়টি গত ৩১ জানুয়ারি রাতে তিনি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নীরব।

পরিচালক জানান, চলতি মাসের শেষের দিকে সৈয়দপুরের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে।

‘গোলাপ’ সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘গোলাপ একটি অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা। অনেক দিন ধরেই এ ধরনের গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছে না। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। রূপা চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সিনেমাটির গল্পে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি, এই টুইস্টগুলো ঘিরেই অনেক মজা হবে। দর্শকের ভালো লাগবে। পরিচালকের জন্য শুভ কামনা রইলো।’

পরিচালক সামছুল হুদা বলেন, ‘শুরুতেই কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে। কারণ আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি সিনেমা নির্মাণ করার। গল্পওয়ালা আমার সেই স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছে। এটাই আমার জন্য অনেক বড় সাহসের বিষয়। তবে সবচেয়ে অনুপ্রেরণার এবং আমার কাজের গতিকে শতগুণে বাড়িয়ে দিয়েছে পরীমণি আপুর আমার সিনেমার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি। কারণ এ সিনেমার রূপা চরিত্রটি আমাদের ইন্ডাস্ট্রিতে যত নায়িকা আছেন, তাদের মধ্যে পরীমণি আপুই পারফেক্ট। যে কারণে গল্প চূড়ান্ত করার পর তাকে সিনেমায় চুক্তিবদ্ধ করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি ৩০ জানুয়ারি রাতে সময় নিয়ে গল্পটা শুনেছেন এবং সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।’

বাংলাদেশে পরীমণির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ হলো ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button